Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঐশ্বরিয়া রাইয়ের বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে স্বামী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ১০:২৯ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ১০:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিয়ে হয়েছে মাত্র ৫ মাস আগে। পাঁচ হাজার মানুষকে দাওয়াত দিয়ে ঘটা করে বিয়ে হয়েছিল তাদের। কিন্তু এত বড় আয়োজনের বিয়ে যেন ছেলেখেলায় পরিণত হয়েছে। 

বিবাহ বিচ্ছেদের মামলা করলেন লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব। পটনার সিভিল কোর্টে শুক্রবার এই পিটিশন দায়ের করেছেন তিনি। পিটিশনে লালুপুত্র জানিয়েছেন, স্ত্রী ঐশ্বর্যা রায়ের সঙ্গে থাকতে চান না তিনি।

চলতি বছরের ১২ মে পটনায় প্রাক্তন মন্ত্রী চন্দ্রিকা রায়ের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তেজপ্রতাপের। গত ৫ মাসে দু’জনের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। তার জেরেই আদালতে ডিভোর্সের মামলা দায়ের করেছেন তিনি।

ভারতের আলোচিত রাজনীতিক লালুপ্রসাদ যাদবের ছেলের সঙ্গে পাটনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে বিয়ে হয়েছিল সেখানকার সাবেক মন্ত্রী চন্দ্রিকা রায়ের মেয়ের সঙ্গে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পাটনার সিভিল কোর্টে শুক্রবার পিটিশন দায়ের করেছেন তেজপ্রতাপ। পিটিশনে লালুপুত্র জানিয়েছেন, স্ত্রী ঐশ্বর্য রায়ের সঙ্গে থাকতে চান না তিনি।

পাঁচ মাসে আগে যখন তেজপ্রতাপের বিয়ে হয়েছিল তখন লালু ‘জেলবন্দি’। অসুস্থতার জন্য যদিও তিনি রাঁচীর রিমস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আইনি জটিলতা কাটিয়ে ছেলের বিয়ে যোগদান করতে পাঁচ দিনের প্যারোলে তিনি বাড়ি ফিরেছিলেন। বিয়ের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Bootstrap Image Preview