Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাহমুদউল্লার টেস্ট একাদশে যারা থাকতে পারেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৪৬ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৭:৪৬ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে দাপটের সাথে ওয়ানডে সিরিজ জয় করেছে টাইগাররা।এবার তাদের মিশন টেস্ট সিরিজ জয়।টাইগার দলের নিয়মিত টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ।আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে।এই ম্যাচে একাদশ সাজাতে হিমশিম খেতে হচ্ছে সেটা সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ।

তবে আগামীকাল তিন পেসার নিয়ে একাদশ করলে একজন ব্যাটসম্যান কম হবে। তবে মাহামুদুল্লাহ এবং মুমিনুল স্পিন করতে পারেন বলে তাইজুল,মিরাজের জন্য সহায়ক হবেন তারা।

তামিম না থাকায় ইমরুল কায়েসের সঙ্গে লিটন দাস করবেন ওপেনিং। তিন নম্বরে মুমিনুল, চার এ মুশফিক,পাঁচ এ মাহামুদুল্লাহ, ছয় এ মিথুন-তা নিশ্চিতই বলা যায়। ৭ নম্বরে মিরাজ,৮ এ তাইজুল।

 নয় থেকে এগারো-এই তিন জনের মধ্যে রাহি,মুস্তাফিজুরের পাশে আরিফুল,না শফিউল,এটও ভাবনায় ফেলেছে টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের।

আগামীকাল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ের সিরিজের প্রথম টেস্টে শুরু হবে ঘন্টা বাজিয়ে। ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে ও কলকাতার ইডেন গার্ডেন্সে টেস্ট শুরুর আগে বাজানো হয় ঘন্টা। ওই ঘন্টার মাধ্যমেই শুরু হয় টেস্ট ম্যাচ। তাই এর নাম দেয়া হয়েছে ‘দ্য ফাইভ মিনিট বেল’। ঠিক তেমনি সিলেটের অভিষেক টেস্টেটি শুরু হবে ঘন্টা বাজিয়ে।

Bootstrap Image Preview