Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ৩ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাকলিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চট্টগ্রামের বাকলিয়ায় পারিবারিক কলহের জেরে রোকসানা আকতার (২৮) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে তুলাতলীর আলী ভবনে এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা একই এলাকার রাজমিস্ত্রী মো. জয়নালের স্ত্রী। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।

বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী জানান, পারিবারিক নানা বিষয় নিয়ে জয়নাল ও রোকসানার মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে তাদের মধ্যে ঝগড়া হলে জয়নাল ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে পালিয়ে যান। পরে পাশের বাড়ির লোকজন রোকসানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়নালকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানায় ওসি প্রণব কুমার।

Bootstrap Image Preview