Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে ৮০০ ফুট গভীর খাদে পড়ে ভারতীয় দম্পতির মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM
আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৭:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে ৮০০ ফুট গভীর খাদে পড়ে ভারতীয় এক দম্পতির মৃত্যু হয়েছে। গত সপ্তাহে ঘটনাটি ঘটেছে বলে মার্কিন গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। ২৯ বছর বয়সী বিষ্ণু বিশ্বনাথ ও ৩০ বছর বয়সী মীনাক্ষী মুর্তি ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের টাফট পয়েন্ট থেকে পড়ে যান। কেরালার বাসিন্দা বিষ্ণু পেশায় ছিলেন ইঞ্জিনিয়ার। কর্মসূত্রে সস্ত্রীক নিউইয়র্কে থাকতেন তিনি।

সোমবার যুক্তরাষ্ট্রে বসবাসরাত ভারতীয় দম্পতি হিসেবে তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে স্যান ফ্রানিস্সকো ক্রনিকেল।বনরক্ষীরা বৃহস্পতিবার টাফট পয়েন্টের নিচ থেকে এ দুজনের মৃতদেহ উদ্ধার করেন।

জানা গেছে, গত ২৪ অক্টোবর স্ত্রীকে নিয়ে জোশেমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন বিষ্ণু।পার্কটির অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট ‘টাফ্ট পয়েন্ট’। ভূপৃষ্ঠ থেকে ৩৫০০ ফুট উচ্চতায় জোশেমাইট উপত্যকার একটি ভিউ পয়েন্ট এটি। প্রাকৃতিক সৌন্দর্যের টানেই ওই পয়েন্টে ছুটে যান পর্যটকরা।

বিষ্ণু-মীনাক্ষিও টাফ্ট পয়েন্টে গিয়েছিলেন সেই সৌন্দর্যের টানে। কিন্তু ৮০০ ফুট গভীর খাদে পড়ে যান তারা।

২৫ অক্টোবর তাদের মরদেহ উদ্ধার হয় আর তা সনাক্ত করা হয় ২৯ অক্টোবর।

Bootstrap Image Preview