Bootstrap Image Preview
ঢাকা, ২২ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৭ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অটোরিকশার নিচে প্রাণ গেল প্রবাসীর

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০১:১৩ PM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে জয়নাল আবেদীন মৃধা (৪৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। তিনি মালেয়শিয়া প্রবাসী।

সোমবার সকালে উপজেলার ঘরিসার ইউনিয়নের হালইসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন মৃধা উপজেলার ঘরিসার ইউনিয়নের চর লাউলানি গ্রামের মৃত সিরাজুল মৃধার ছেলে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জয়নাল বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে সুরেশ্বরের দিকে যাচ্ছিলেন। ঘরিসার হালইসার এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় জয়নাল অটোরিকশার নিচে পড়ে আঘাত পান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Bootstrap Image Preview