Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শনিবার, আগষ্ট ২০২৫ | ১ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের বিমান হামলায় ৩ ফিলিস্তিনি কিশোর নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ১১:৫২ AM

bdmorning Image Preview


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বিমান হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। রবিবার (২৮ অক্টোবর) ইসরাইলের হামলার ঘটনা ঘটে। নিহত তিন জনই কিশোর।খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা বলেন, জরুরি কর্মীরা লাশগুলোকে হাসপাতালে নিয়ে এসেছে। এদিকে ইসরাইল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গাজা সীমান্তের কাছে একদল ফিলিস্তিনীকে লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।

সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রবিবর তিন ফিলিস্তিনী গাজার দক্ষিণাঞ্চলের নিরাপত্তা বেড়া ক্ষতি করার ও এর কাছে বিস্ফোরক দ্রব্য পেতে রাখার চেষ্টা চালায়।’

বিবৃতিতে তিনি আরো বলেন, ‘এর জবাবে ইসরাইল ডিফেন্স ফোর্সেস তাদের লক্ষ্য করে হামলা চালায়।’

Bootstrap Image Preview