Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, অক্টোবার ২০২৫ | ৬ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ০৫:০১ PM

bdmorning Image Preview


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে স্কুলগামী ছাত্রছাত্রীদের ব্যাংকিং সেবার আওতায় এনে সঞ্চয়ী মনোভাব তৈরিসহ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে 'স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০১৮' অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং ১৪টি ব্যাংকের স্থানীয় শাখার উদ্যোগে ঝালকাঠি সার্কিট হাউজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর এতে প্রধান অতিথি ছিলেন।

ব্যাংকের জোনাল প্রধান মো. মনজুর হাসানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক বেবী রানী দে, জেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ছিদ্দিকুর রহমান, চামটা বি.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সূজিত কান্তি বসু আলোচনায় অংশ নেন।

একই স্থানে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ১৪টি বিদ্যালয় থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

Bootstrap Image Preview