Bootstrap Image Preview
ঢাকা, ১৮ সোমবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বরগুনায় আ’লীগ নেতাকে শ্বাসরোধে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২০ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১১:২০ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. খলিল রহমানকে (৬৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে তালিকাতলি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. খলিল রহমান ওই এলাকার সোনা মোল্লার ছেলে।

সদর থানার ওসি মাসুদুজ্জামান জানান, খলিল রহমান রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ভোর রাতে তার স্ত্রী লিলি ঘরের দরজা খোলা পেয়ে বিছানায় স্বামীর নিথর দেহ দেখে চিৎকার দেন। এসময় স্বজনরা এসে খলিলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

ওসি আরও জানান, নিহতের মৃতদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে তার অনুসন্ধান চলছে।

তবে দলীয় কোন্দলে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করছেন পুলিশের এ কর্মকর্তা।

Bootstrap Image Preview