Bootstrap Image Preview
ঢাকা, ১১ সোমবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের সমালোচকদের বোমা প্রেরণ, গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM
আপডেট: ২৭ অক্টোবর ২০১৮, ১০:৫৪ AM

bdmorning Image Preview


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের উদ্দেশে বোমা প্রেরণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফাতার করেছে পুলিশ। ফ্লোরিডা থেকে গ্রেফতার করা ওই ব্যক্তির নাম সিজার সায়োক। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মার্কিন গণমাধ্যম বলছে, সিজারকে ফ্লোরিডার প্লানটাটিওন শহরের একটি গাড়ির যন্ত্রাংশের দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিজারের বিরুদ্ধে ডাকযোগে বিস্ফোরক পাঠানো ও সাবেক প্রেসিডেন্টদের হুমকি দেয়াসহ পাঁচটি অভিযোগ আনা হচ্ছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র পরিচালক ক্রিস্টোফার রে জানান, একটি প্যাকেজে সিজারের আঙুলের ছাপ পাওয়া যাওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে সিজারের ৪৮ বছর পর্যন্ত জেল হতে পারে।

Bootstrap Image Preview