Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গ্রিসে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৪৭ AM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১১:৫৭ AM

bdmorning Image Preview


গ্রিসের পশ্চিমাঞ্চলে আজ সকালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত করেছে। দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, লিবিয়ায়ও অনুভূত হওয়া এই ভূমিকম্পে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে সংবাদসংস্থা চ্যানেল নিউজ এশিয়ার।

এব্যাপারে গ্রিসের জিওডায়নামিক ইন্সটিটিউট জানিয়েছে, জাকিনথোস দ্বীপের ৫০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) ও ইউরোপিয়ান-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বলেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটি মাত্রা ছিল ৬ দশমিক ৮।

গ্রিসের জিওডায়নামিক ইন্সটিটিউট জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্প রাজধানী এথেন্সসহ ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশ আলবেনিয়া, ইতালি, লিবিয়া ও মাল্টায়ও অনুভূত হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আয়োনিয়ান সাগরে। আর এর গভীরতা ছিল ১৪ কিলোমিটার। তবে শক্তিশালী ওই ভূমিকম্পের পর জকিনথোসে আরো বেশ কয়েকটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প পরবর্তী কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬ মাত্রা।

এদিকে গ্রিসের বেসামরিক সুরক্ষা সংস্থা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভূমিকম্পের পর তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

Bootstrap Image Preview