Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে ছড়িয়ে পড়েছে জিকা ভাইরাস; আক্রান্ত ১২০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৪৮ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ০৪:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের রাজস্থান রাজ্যে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টায় শতাধিক লোকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে। রাজস্থান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কালিচরণ সরাফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

কালিচরণ সরাফ জানিয়েছেন,  রাজস্থান রাজ্যে এখন পর্যন্ত ১২০ জনের শরীরে জিকা ভাইরাস ধরা পড়েছে। ১০৫ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রাজস্থানে একটি বিশেষ দল পাঠিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।  

প্রসঙ্গত, জিকা ভাইরাস দিনের বেলায় এডিস মশার মাধ্যমে ছড়ায়। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হচ্ছে জ্বর, মাংসপেশী ও গ্রন্থিতে ব্যথা, মাথা ধরা ইত্যাদি। 

Bootstrap Image Preview