Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চীনে গোপনে তেল মজুদ করছে ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার আগে তেহরান থেকে বিপুল পরিমাণ তেল নিচ্ছে চীনে।ইরান থেকে তেল নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে ইরান।

 

নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরোপ হলে এই তেল চীনের কাছে বা বিশ্বের বিভিন্ন দেশের কাছে বিক্রির উদ্দেশ্যে এমন পরিকল্পনা হাতে নিয়েছে ইরান।

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির সূত্র দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান থেকে বিশাল তেলবাহী জাহাজ চীনের দিকে যাত্রা করেছে। ইরান এ পর্যন্ত দুই কোটি ব্যারেল তেল পাঠিয়েছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে। সেখান থেকে কোন দেশের কাছে তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ওই সূত্র।

রয়টার্সকে সূত্রটি জানিয়েছে, ‘যেমনটি আমাদের নেতারা বলছেন যে, ইরানের তেল বিক্রি বন্ধ করা অসম্ভব হবে সে কারণে আমরা তেল বিক্রির জন্য নানা পথ খুঁজে বের করছি। যখন আমাদের ট্যাংকার ডালিয়ান বন্দরে পৌঁছাবে তখন আমরা সিদ্ধান্ত নেব এ তেল চীনের কাছে নাকি অন্য কোনো দেশের কাছে বিক্রি করব।’

চীনের ডালিয়ান বন্দরে বেশ কয়েকটি বড় আকারের তেল শোধনাগার রয়েছে। প্রতি মাসে সেখানে দশ লাখ থেকে ৩০ লাখ ব্যারেল ইরানি তেল সরবরাহ করা হয়।

তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও বেশ কয়েকটি দেশ তা মানবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই ইরানের সঙ্গে চুক্তি অব্যাহত রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপ।

Bootstrap Image Preview