Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হরিপুরে অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

 জে.ইতি, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০৫ PM
আপডেট: ২০ অক্টোবর ২০১৮, ০৪:০৫ PM

bdmorning Image Preview


ঠাকুরগাঁওয়ের হরিপুর কালচা গ্রামের সন্তলাল রায়ের মেয়ে রুহিয়া নিম্নœ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মতি গোলাপি (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।  

গোলাপির মামা ঐ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রী বিনয় চন্দ্র রায় জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে গোলাপি তার মায়ের সাথে কালিতলা পূজামণ্ডপে আসে এবং আরতি ও একক অভিনয় প্রদর্শনী দেয়। রাত গভীর হলে বাবা-মা পূজামণ্ডপ থেকে গোলাপিকে বাড়ি আসার কথা জনালে গোলাপি বাড়ি যেতে অস্বীকৃতি জানায়।

এমতাবস্থায় বাবা-মা গোলাপিকে জোর করে বাড়ি নিয়ে আসে। পরেরদিন শুক্রবার (১৯ অক্টোবর) বাড়ির সকল সদস্য পূজামণ্ডপে আসে কিন্ত অভিমান করে পূজামণ্ডপে আসেনি গোলাপি।

রাত অনুমানিক ৯টার সময় বাড়ি ফাঁকা পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে। এই বেগতিক অবস্থা এক প্রতিবেশীর চোখে পড়লে সে চিৎকার করে আশেপাশের লোকজন ছুটে এসে গোলাপি উদ্ধার করে হরিপুর হাসপাতালে নিয়ে যাই।

হরিপুর দায়িত্বরত মেডিকেল অফিসার প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দিনাজপুর মেডিকেল হাসপাতালে রেফার করে। অবশেষে ওইদিন রাতেই মারা যায় গোলাপি।

এবিষয়ে হরিপুর থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জান আমির জানান, থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

Bootstrap Image Preview