Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে দেহরক্ষীর গুলিতে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM
আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ১১:৪৫ AM

bdmorning Image Preview


আফগানিস্তানের কান্দাহারে গভর্নরের কম্পাউন্ডে এক দেহরক্ষীর চালানো গুলিতে দেশটির একজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জেনারেল আবদুল রাজিক নিহত হয়েছেন। গুলিতে আব্দুল রাজিকসহ নিহত হয়েছেন গোয়েন্দা সংস্থা এনডিএ’র একজন স্থানীয় কমান্ডারও।গুরুতর আহত হয়েছেন প্রাদেশিক গভর্নর জালমে ওয়েসা।

এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। মার্কিন কমান্ডার স্কট মিলার এবং রাজিকই হামলার লক্ষ্য ছিল বলে জানিয়েছে তারা। জঙ্গিদের ঘোর বিরোধী হিসাবে সুপরিচিত ছিলেন রাজিক।

আগামী শনিবারের পার্লামেন্টের নির্বাচন সামনে রেখে আফগান সরকারের জন্য এটাকে সবচেয়ে বড় আঘাত হিসেবে দেখা হচ্ছে।

গভর্নরের কম্পাউন্ডে একটি বৈঠকের পর এ ঘটনা ঘটে। ওই বৈঠকে যোগ দিয়েছিলেন শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার। তবে তিনি হামলা থেকে প্রাণে বেঁচে যান।

শনিবারই আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন। তার আগে প্রভাবশালী পুলিশপ্রধান জেনারেল রাজিকের মৃত্যু সরকারের জন্য একটি বড় ধাক্কা। তালেবান জঙ্গিরা এরই মধ্যে নির্বাচন বানচালের হুমকি দিয়েছে।
 

Bootstrap Image Preview