Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:০৬ PM
আপডেট: ১৭ অক্টোবর ২০১৮, ০৯:০৬ PM

bdmorning Image Preview


ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় পূজামণ্ডপের লাইন সরবারাহ করতে গিয়ে রুমোন (১৩) নামের এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী গ্রামে ঘটনাটি ঘটে। নিহত রুমোন জগন্নাথদী গ্রামের রফিক মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় জগন্নাথদী কৃষ্ণ চন্দ্র সাহার বাড়ির দুর্গাপূজা মন্দির থেকে পূজা খোলার অস্থায়ী টং দোকানে বিদ্যুতের লাইন সরবারাহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে পাশে থাকা লোকজন দেখতে পেয়ে বাঁশ দিয়ে শরীরে আঘাত করে ছাড়িয়ে নেয়।

পরে পার্শ্ববতী  উপজেলা মকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Bootstrap Image Preview