Bootstrap Image Preview
ঢাকা, ১১ রবিবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে সেলুন ব্যবসায়ী মতিন্দ্র হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩৭ PM
আপডেট: ১৬ অক্টোবর ২০১৮, ১০:৩৮ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের চুনারুঘাটে সেলুন ব্যবসায়ী মতিন্দ্র হত্যা মামলার আসামি লিলন মিয়া (২০) বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

আটককৃত হত্যা মামলার আসামি লিলন মিয়া চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ এলাকার বাচ্চু মিয়ার পুত্র।

সোমবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত আক্তারের আদালতে এই জবানবন্দি নেওয়া হয়।

এ ব্যাপারে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) এসএম রাজু জানান, মতিন্দ্র আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া পাশাপাশি হত্যার সঙ্গে জড়িত আরো কয়েকজনের নাম প্রকাশ করেছে। মামলার তদন্তের স্বার্থে এ ব্যাপারে তথ্য দেওয়া হয় নি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর চুনারুঘাটের খোয়াই নদীর পাড় থেকে পুলিশ উপজেলার গাভীগাঁও গ্রামের মনোরঞ্জন মালাকারের পুুত্র মতিন্দ্র মালাকারের (২৮) মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল।

ঘটনার পর নিহতের বাবা মনোরঞ্জন বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview