Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শুক্রবার, আগষ্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্ধবীর চাহিদা মেটাতে চুরির পথ বেছে নেন গুগল ইঞ্জিনিয়ার!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ১২ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


১১ সেপ্টেম্বর আইবিএমের একটি সেমিনারে গুগলসহ বেশ কিছু সংস্থার কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়৷ তাতে যোগ দিয়েছিলেন দেবযানী জৈন নামের এক ব্যক্তি। সেমিনার শেষ হতেই তিনি দেখেন, তার ব্যাগ থেকে উধাও ১০ হাজার টাকা৷ এরপরই তিনি পুলিশের দ্বারস্থ হন৷

পরে সিসিটিভি খতিয়ে দেখে এ ঘটনায় জড়িত থাকার দায়ে আটক করা হয় হরিয়ানার বাসিন্দা প্রকৌশলী গর্বিত সাহানিকে। গুগলের প্রযুক্তি সহায়ক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

এ সময় তিনি পুলিশের কাছে টাকা চুরির কথা স্বীকার করেন। গুগলের মতো একটি সংস্থায় চাকরি করে মাসে হাজার হাজার টাকা বেতন পাওয়ার পরও চুরির পথ বেছে নেয়ার কারণ হিসেবে তিনি পুলিশকে জানান, বান্ধবীর চাহিদা মেটাতে গিয়ে আর্থিক অনটনে ছিলেন৷ আর তাই এই অপকর্ম করেন।

অবশ্য গর্বিত সাহানির এ কথায় মন গলেনি পুলিশের৷ টাকার মালিকের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে৷

Bootstrap Image Preview