Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বেঁচে গেলেন ম্যাথু হেইডেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview


ছুটি পেয়ে ছেলে জশ হেইডেনকে নিয়ে কুইন্সল্যান্ডের নর্থ স্ট্র্যাডব্রোক দ্বীপে সার্ফিং করছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক ওপেনার ম্যাথু হেইডেন সমুদ্রে দীর্ঘক্ষণ সার্ফিং করার পর বড় ধরনের ঢেউয়ের সাথে তাল মেলাতে না পারলে বালিতে পড়ে যান হেইডেন পড়ে গিয়েই গুরুতর চোট পেয়েছেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান তবে অল্পের জন্য বেঁচে গিয়েছেন তিনি

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেই খবর দিয়েছেন হেইডেনশরীরে আঘাত পাওয়া বিভিন্ন স্থানের তার কিছু ছবিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন হেইডেন পাশাপাশি পুরো ঘটনার বর্ণনাও দিয়েছেন তিনি, ‘কয়েক ঘণ্টা সার্ফিং করার পর ঘটনাটি ঘটে আমরা আধ ডজন ঢেউ সামালে নিয়েছিলাম কিন্তু ডান দিক থেকে একটা বড় ঢেউ এসেছিল আমি পাশ কাটার চেষ্টা করে ব্যর্থ হয়েছি ফলে বালুর নিচে আছড়ে পড়ি তারপর কি হয়েছে মনে নেই নিজের শরীরের ওজন আর ঢেউয়ের চাপে ঘাড় মচকে গিয়েছিল ঘাড়ের কাছে ভাঙার শব্দও শুনতে পেয়েছিলাম তবে আমি শেষ হয়ে যাইনি এটা বুঝতে পারছিলাম এমআরআই সিটি স্ক্যান করে দেখা গেছে মাথায়, ঘাড়ে আঘাত লেগেছে চিড় ধরেছে মেরুদন্ডে কপালও কেটে গেছে পায়ের লিগামেন্টও ছিড়ে গেছে

এত বড় দূঘর্টনার পরও নিজের প্রতি আত্মবিশ্বাস হারাননি হেইডেন দ্রুত সুস্থ হয়ে ফেরার ইঙ্গিত দিলেন তিনি, ‘সমুদ্র দেয় এবং সমুদ্র ফিরিয়ে নেয়, তবে আমি আবারও ফিরব

Bootstrap Image Preview