Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে বৃদ্ধ চাচা-চাচিকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর প্রতিনিধি:
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ০৫ অক্টোবর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের নটাখোলা গ্রামের জমি জমার বিরোধকে কেন্দ্র করে বৃদ্ধ ও বৃদ্ধ(স্বামী- স্ত্রী)কে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছে দুবৃত্তরা।

এ ঘটনা পুলিশ ও ইউপি চেয়ারম্যান, মেম্বারকে জানানোর পর কেউ তাদের পাশে না দাড়নোর কারনে শুক্রবার সকালে এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ সমাবেশে থেকে জানান হয়, বৃহস্পতিবার(৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে কেশব রায়ের ঘরে আগুন জ্বলে উঠলে তাপ ও আলোতে কেশব রায় ও তার স্ত্রীর ঘুম ভেঙ্গ যায়। উঠে দেখে ঘরের বারান্দায় আগুন ছড়িয়ে যাচ্ছে। দুইজনেই বৃদ্ধ হওয়ায় তাড়াহুড়া করতে গিয়ে তাদের শরীর আগুনে জ্বলসে যায়। ঘর থেকে বের হতে গিয়েও দেখে তাদের একটি মাত্র দরজা তাও বাহির থেকে আটকানো রয়েছে, পরে পিছনের টিনের বেড়া ভেঙ্গে বাহিরে এসে চিৎকার দিলে আশপাশে লোকজন আসার আগেই দুবৃত্তরা পালিয়ে যায়।

তবে বৃদ্ধ ও বৃদ্ধারা রাতের আধারে চিনতে না পারলেও এলাকাবাসী অনেকেই দেখেছে যারা আগুন দিয়েছে তারা মটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে। আর যাদের দেখেছে তাদের মধ্যে নিতিশ রায় ছিল বলে জানা যায়।

উল্লেখ্য, কেশব বৃদ্ধ ও তার স্ত্রী বৃদ্ধার ছেলে সন্তান না থাকায় তার এক ভাতিজা নিতিশ রায় জমি নেয়ার জন্য অনেকবার নানাভাবে চেষ্টা করেছে। তাছাড়া বৃদ্ধ ও বৃদ্ধার নামে নারী নির্যাতন, ডাকাতি মামলাসহ কয়েকটি মিথ্যা মামলা দিয়েছে নিতিশ ও বন্যা নামে দুইজন। সেই মামলায় জামিনে তারা আসলে আবারও তাদের হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে।

Bootstrap Image Preview