Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে জঙ্গল থেকে অজ্ঞাত হিজড়ার বস্তাবন্দি লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:০৭ PM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ০৯:০৭ PM

bdmorning Image Preview


শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক হিজড়ার (আনুমানিক ২৫ বয়েস) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ গ্রামের গভীর জঙ্গল থেকে লাশ উদ্ধার করা হয়। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল হক মোল্লা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা জানান, স্থানীয় বাসিন্দারা পোষাইদ এলাকার গভীর গজারী বনের ভেতর সড়কের পাশে প্লাস্টিকের বস্তায় মোড়ানো লাশ দেখতে পায়। বস্তা উঠাতে চাইলে ভেতরে মৃতদেহ আঁচ করতে পারে। পরে শ্রীপুর থানায় খবর দিলে পুলিশ দুপুরে জঙ্গল থেকে ওই হিজড়ার লাশ উদ্ধার করে।

তিনি আরও বলেন, লাশের গলায় ওড়না দিয়ে পেঁচানোর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা পর বস্তাবন্দি করে লাশ জঙ্গলে ফেলে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview