Bootstrap Image Preview
ঢাকা, ১৪ রবিবার, ডিসেম্বার ২০২৫ | ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামির পর এবার অগ্ন্যুৎপাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০১৮, ১১:০১ AM
আপডেট: ০৪ অক্টোবর ২০১৮, ১১:০১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর ইন্দোনেশিয়ায় এবার অগ্ন্যুৎপাত আতঙ্ক দেখা দিয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সুলাওয়েসিতে বুধবার মউন্ট সপুটান আগ্নেয়গিরি ছাই বায়ুমন্ডলের ৪ কিলোমিটার উঁচুতে ছড়িয়ে পড়েছে বলে দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছে।

এ ব্যাপারে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সুতোপো পুরউ নুগ্রোহো জানান, আগ্নেয়গিরির ছাই অগ্ন্যুৎপাতস্থল থেকে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, অগ্নুৎপাতস্থল থেকে ৪ কিলোমিটার এলাকা বিপদজনক বলে ঘোষণা দেয়া হয়েছে। পাশাপাশি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার ক্ষেত্রে এই এলাকা ৬ দশমিক ৫ কিলোমিটার পর্যন্ত বাড়ানো হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের আঘাতস্থল সুলাওয়েসি দ্বীপে মাউন্ট সপুতান জেগে ওঠায় তা থেকে লাভা নির্গত হওয়ার আশঙ্কায় লোকজনে নিরাপদে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।  আগ্নেয়গিরিটি থেকে আকাশে প্রায় ২০ হাজার ফুট উপরে ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

তবে আগ্নেয়গিরিটি ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পের প্রভাবে জেগে উঠেছে কি-না, সে বিষয়ে নিশ্চিত করে কোনো তথ্য জানাতে পারেননি বিজ্ঞানীরা। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পকেই কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার সুলাওয়েসি প্রদেশে গত শুক্রবারের শক্তিশালী ভূমিকম্প ও সুনামির আঘাতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

 

 

Bootstrap Image Preview