Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সারিয়াকান্দিতে ৫ম শ্রেণির ছাত্রী অন্তসত্তা, ধর্ষক পলাতক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:১৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বগুড়ার সারিয়াকান্দিতে দুই সন্তানের জনক জাহাঙ্গীর আলম (৩৫) কর্তৃক ৫ম শ্রেণিতে পড়ুয়া (১২) এক ছাত্রী ধর্ষণের শিকার হয়ে অন্তসত্বা হয়েছে। এ ঘটনায় সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। তবে আসামি পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ।

গতকাল শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ধর্ষিতার বাবা বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন।

জাহাঙ্গীর আলম উপজেলার চন্দনবাইশা ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদের পুত্র।

মামলা সূত্রে জানা যায়, চন্দনবাইশা ঘুঘুমারী শেখ পাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী ঐ স্কুলছাত্রী। প্রায় পাঁচ মাস আগে তাকে কৌশলে বাড়ীর পার্শে নিয়ে ধর্ষন করে আসামি জাহাঙ্গীর আলম। পরে স্কুলছাত্রীকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করেন জাহাঙ্গীর। ভয়ে কাউকে কিছু না বললেও ঘটনার কয়েক মাস পরে ভুক্তভোগী ঐ স্কুলছাত্রীর শারীরিক পরিবর্তন ঘটে এবং অসুস্থ্যতাবোধ করলে ২৭ সেপ্টেম্বর ডাক্তার দেখানোর জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে তার পরিবার জানতে পারেন সে পাঁচ মাসের অন্তসত্তা।

পরে ঐ স্কুলছাত্রীর কাছে তার পরিবার বিষয়টি জানতে চাইলে সে তার সাথে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনা খুলে বলে। পরে ধর্ষিতার পিতা বাদী হয়ে ২৮শে সেপ্টেম্বর বিকালে সারিয়াকান্দি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

ধর্ষিতার পিতা বলেন, যে আমার শিশু কন্যার উপর যৌন নির্যাতন চালিয়ে ক্ষতি করেছে, আমি তার কঠিন শাস্তি চাই।

এদিকে, বিষয়টি নিয়ে জাহাঙ্গীর এর পরিবারের সাথে যেগাযোগ করার চেষ্টা করা হলে তাদের বাড়ীতে পাওয়া যায়নি এবং তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে চন্দনবাইশা ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদৎ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়ায় ফলে কোন তথ্য পাওয়া যায়নি।

সারিয়াকন্দি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওবায়দুর রহমান মামলার সত্যতা স্বীকার করে বলেন, মেয়ের বাবা বাদি হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এবং মামলাটি আমলে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ধর্ষিতাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে এবং বগুড়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটেট, সারিয়াকান্দি থানা আমলী আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য সারিয়াকান্দি থানা পুলিশ তৎপরতা চালাচ্ছে।

Bootstrap Image Preview