Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নির্যাতন সহ্য করতে না পেরে রেলিং বেয়ে পালাচ্ছিল ২ শিশু

নারী ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৪ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৫৪ PM

bdmorning Image Preview


রাজধানীর হাজারীবাগে গৃহকর্তীর নির্যাতনে সইতে না পেরে পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে বারান্দার রেলিং বেয়ে নেমে পালানোর সময় দুই শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকালে হাজারীবাগ টালি অফিস রোডের একটি ফ্ল্যাটে ঘটনা ঘটে

উদ্ধারকৃত দুই শিশু গৃহকর্মীর নাম ফাহিমা (১০) রুবি (১০)শিশু দুটি পাঁচ তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং ঝুলে চতুর্থ তলা পর্যায়ক্রমে দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দায় চলে আসে পরে আশপাশের মানুষ দৃশ্যটি দেখে চিৎকার করতে থাকেন দ্বিতীয় তলার ফ্ল্যাটের বারান্দার রেলিং থেকে তাদের উদ্ধার করা হয়

বিষয়ে হাজারীবাগ থানার এসআই ফেরদৌস মিয়া জানান, সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয় উদ্ধার করা শিশু রুবির বাবার নাম জয়নাল, বাড়ি ময়মনসিংহের গৌরিপুরে ফাহিমার বাবার নাম আব্দুর রফিক বাড়ি কুমিল্লার চান্দিনায় শিশু দুটির বাসায় খবর দেয়া হয়েছে

Bootstrap Image Preview