Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বুটেক্সে অনুষ্ঠিত হলো প্রফেশনাল টক-২০১৮

বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৯ PM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২ PM

bdmorning Image Preview


বুটেক্সে অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষামূলক অনুষ্ঠান "প্রফেশনাল টক ২০১৮"। বুটেক্স বিজনেস ক্লাবের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বুটেক্সের সেমিনার রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবটির মডারেটর ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মো. আরিফ ইকবাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবটির টেকনিক্যাল এডভাইজার ও ডাইস এন্ড কেমিকেল ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ড. আব্বাস উদ্দীন শায়েক।

অনুষ্ঠানের শুরুতেই প্রফেশনাল স্কিলের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এসিআই'র বিজনেস ডিরেক্টর মো: মনজুর রশিদ।

অতিথি আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এনভয় টেক্সটাইল লিমিটেডের জেনারেল ম্যানেজার (বিপণন) শরীফুল কবির শরীফ, জেনারেল ম্যানেজার (উৎপাদন) মোঃ রেজাউল করীম, রাইসিং নিট টেক্সটাইল লিমিটেড, রাশেদুল ইসলাম প্রমুখ।

আব্বাস উদ্দীন শায়েকের উপস্থাপনায় টেক্সটাইলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এর বিভিন্ন বিষয় নিয়ে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে শ্রোতাদের কাছ থেকে ফেসবুক লাইভ, চিরকুট এবং সরাসরি মৌখিকভাবে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উদীয়মান টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কোন সেক্টরে চাকরিতে প্রবেশ করা বুদ্ধিমানের কাজ হবে? এমন একটি প্রশ্নের জবাবে অতিথিরা ডেনিম, আর এন্ড ডি সেক্টরের কথা বিশেষভাবে উল্লেখ করেন।

তারা আরো বলেন, মার্চেন্ডাইজিং নাকি প্রডাকশন? এই দ্বিধা থেকে বেরিয়ে আসতে গ্লামার কিংবা এসি রুমের বাতাস দিয়ে নয় বরং নিজের স্ট্রং পয়েন্ট কি? এটির ভিত্তিতেই জব সেক্টর পছন্দ করাই বুদ্ধিমানের কাজ হবে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বিডিমর্নিং।

Bootstrap Image Preview