Bootstrap Image Preview
ঢাকা, ১৩ বুধবার, আগষ্ট ২০২৫ | ২৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'ইমরান খান দুর্বল নেতা'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২১ AM
আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্বল নেতা বলে আখ্যা দিয়েছেন দ্য ভয়েস অব করাচির চেয়ারম্যান। একই সঙ্গে ইসলামাবাদ সরকারকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেও উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক 'ভয়েস অব করাচির' চেয়ারম্যান নাদিম নুসরাত বলেন, ইমরান খান একজন দুর্বল নেতা। তিনি শুধু নীতি তৈরি করতে পারেন কিন্তু তা বাস্তবায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ সেনাবাহিনীর হাতেই।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাতকারে নাদিম নুসরাত বলেন, পাকিস্তান শুরু থেকেই একটি সামরিক রাষ্ট্র হিসেবে পরিচিত। ইমরান খান পররাষ্ট্র নীতি তৈরি করতে পারেন কিন্তু প্রশ্ন হলো তিনি কি এসব নীতি বাস্তবায়নে কাজ করার জন্য যথেষ্ঠ পরিসর পাবেন?

তিনি বলেন, পাকিস্তানকে অন্য দেশকে দোষ দেয়ার আগে নিজেদের অভ্যন্তরীণ বিষয় সমাধান করতে হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়নের জন্য পাকিস্তানকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন নাদিম নুসরাত।

Bootstrap Image Preview