Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফরিদপুরের হাজী আবুল হোসেন কলেজের বার্ষিক নৌবিহার

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:০৭ PM

bdmorning Image Preview


ফরিদপুর সদরের ঐতিহ্যবাহী হাজী আবুল হোসেন কলেজের বার্ষিক নৌবিহারের আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ নৌবিহারের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ ফয়সাল-ইবনে-মোস্তফার উদ্যেগে এতে কলেজটির প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। প্রতিবছরই এ কলেজটি নৌবিহারের আয়োজন করে থাকে।

কলেজ সূত্রে জানা যায়, ফরিদপুর সদরের মমিনখাঁর হাট কলেজ প্রাঙ্গণ থেকে ট্রলারে করে প্রায় দেড় শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে পদ্মা নদীর উদ্দ্যেশে যাত্রা করে। পরে সারা দিনব্যাপী নৌ ভ্রমণের পাঁশাপাশি ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ সময় ছাত্র-ছাত্রীদের সাথে উপস্থিত ছিলেন, কলেজটির গণিত বিভাগের প্রভাষক মোঃ হাসানুজ্জামান, ইংরেজি বিভাগের মোঃ মামুনুর রহমান, ভূগোল বিভাগের মোঃ শহিদুল ইসলাম, পৌরনীতি বিভাগের ফরহাদ মিয়া, বাংলা বিভাগের সুমি আক্তার, মোঃ আজম প্রমুখ।

Bootstrap Image Preview