Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ২৩ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৭ PM
আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০৭ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে উন্নয়ন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আর মেলা সফল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আগামী ৪ অক্টোবর থেকে তিন দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান প্রমুখ।

মেলায় প্রায় ১০০ স্টলে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগসহ (ব্রান্ডিং) সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে।

Bootstrap Image Preview