Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

'বিকল্প নোবেল পুরস্কার' পেল যুবরাজবিরোধী ৩ সৌদি নাগরিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৫ PM
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


'বিকল্প নোবেল পুরস্কার' জিতেছেন যুবরাজবিরোধী তিন সৌদি নাগরিক। ওই তিনজন সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থায় পরিবর্তনের জন্য শান্তিপূর্ণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন; যাদের ১০ বছর ও ১৫ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।

পুরস্কার বিজয়ী তিনজন হলেন আব্দুল্লাহ আল-হামিদ, মোহাম্মদ ফাহাদ আল-কোহাতানি এবং ওয়ালেদ আবু আল-খায়ের। তিনজনকে প্রাইজমূল্য হিসেবে যৌথভাবে ১ লাখ ১৩ হাজার ৪০০ ডলার পুরস্কার দেয়া হবে।

পুরস্কার জেতা ওই তিন নাগরিককে সৌদি আরবের বর্তমান শাসনব্যবস্থা, বর্তমান বাদশাহ এবং যুবরাজবিরোধী বলে আখ্যায়িত করা হয়ে থাকে।

সুইডেন থেকে 'অলটারনেটিভ নোবেল প্রাইজ' নামের বিকল্প এ নোবেল পুরস্কার ঘোষণা করা হয়। রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান ১৯৮০ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।

Bootstrap Image Preview