Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৯ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুরাগ নদী থেকে শিশুর লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৮ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:৩৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার তুরাগ নদীর পাড় থেকে আলামিন (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরীর দল ও পুলিশ।

রবিবার (২৩ সেপ্টেম্বর) সকালে টঙ্গীর তুগার নদীতে লাশ উদ্ধারের ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত আলামিন কুড়িগ্রাম জেলার চিলমারি থানার বালাবাড়ি গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি আব্দুল্লাপুর আইচি হাসপাতাল হিরামন ভিলায় বসবাস করত।

টঙ্গী ফায়ার সাভিসের জৈষ্ঠ কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, শনিবার দুপুরে টঙ্গী তুরাগ নদীর পাড়ে দুই শিশু গোসল করতে গিয়ে আলামিন পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে আমাদের ডুবুরির দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে লাশটি খোজাখোজি পরও উদ্ধার করতে পারেনি। রবিবার সকালে লাশটি ভেসে উঠতে দেখে এলাকাবাসি পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Bootstrap Image Preview