Bootstrap Image Preview
ঢাকা, ০৪ সোমবার, আগষ্ট ২০২৫ | ২০ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করে নিল আমিরাত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:১৯ PM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মাহরাহ প্রদেশ থেকে সেনাবাহিনীর সর্বশেষ দলকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

শাবাব টেলিভিশনের খবরে বলা হয়েছে, সরকারের নির্দেশের পর দেশে ফিরে গেছে সেনাবাহিনীর সর্বশেষ দলটি।

নাম প্রকাশ না করার শর্তে ইয়েমেনের কয়েকটি সূত্র শাবাব টেলিভিশন চ্যানেলকে শনিবার জানিয়েছে, আমিরাতের সেনাদেরকে একদিন আগে প্রত্যাহার করা হয় এবং তারা যে ভবন ব্যবহার করত তা স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর দারিদ্রপীড়িত ইয়েমেনের সামরিক আগাসন চালিয়ে আসছে। তবে আবুধাবি কেন তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

Bootstrap Image Preview