Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রলীগ

শামীম খান, মাগুরা প্রতিনিধি:  
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২ AM
আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২ AM

bdmorning Image Preview


এ বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ছাত্রলীগ।

এ উপলক্ষে আজ রবিবার মাগুরার সরকারি হোসেন শহীদ হোসরাওয়ার্দী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারন সম্পাদক পংকজ কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক, রুস্তম আলী, এ্যাডভোকেট সৈয়দশরিফুল ইসলাম, অধ্যক্ষ দেবব্রত কুন্ডু, অধ্যক্ষ হাবিবুল হাসান, অধ্যক্ষ মাহফুজুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমূখ।

বক্তারা ছাত্রলীগের গৌরবময় ঐতিহ্য এবং বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।

Bootstrap Image Preview