Bootstrap Image Preview
ঢাকা, ১২ সোমবার, মে ২০২৫ | ২৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো: ওসমান গণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ AM
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৮, ০৫:২৮ AM

bdmorning Image Preview


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো: ওসমান গণি মারা গেছেন। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

জানা গেছে, ফুসফুসের ক্যান্সার রোগে ভুগছিলেন প্যানেল মেয়র ওসমান গণি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৩৫ মিনিটে সিংগাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

ওসমান গণির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Bootstrap Image Preview