Bootstrap Image Preview
ঢাকা, ০৬ বুধবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মায়ের কোলে চড়ে ঢাবিতে পরীক্ষা দিতে এলেন হৃদয়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১১ PM
আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মায়ের অসাধারণ ত্যাগ, পরিশ্রম ও ভালবাসার সাথে কারো ভালোবাসার কখনোই তুলনা হয়। মা শুধুই মা। চিরঞ্জীব এই কথাগুলোর আবারও ফুটে উঠেছে একটি ছবিতে।

ছেলেটার নাম হৃদয় সরকার। বাড়ি তার নেত্রকোনা। তার সমস্যা হলো সে হাঁটতে পারেনা। এছাড়া তার হাতের সব আঙ্গুলও কাজ করেনা। তাই মা ছেলেকে কোলে করে নিয়ে এলেন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষায় অংশ নিতে।

শারীরিক প্রতিবন্ধী ওই শিক্ষার্থীর ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে অংশ নিতে আসেন ওই শিক্ষার্থী।

এ বিষয়ে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারিয়া নুরুদ্দিন বলেন, ‘ফেসবুকে আমিও ওই ভাইয়ার ছবি দেখলাম। আমাদের এলাকাতেই তাদের বাড়ি। ছোট থেকেই দেখে আসছি তার মায়ের কোলে চড়েই স্কুল-কলেজে আসা যাওয়া করে। এখন পর্যন্ত তাকে যতবার দেখেছি তার মায়ের কোলেই দেখেছি।’

জানা যায়, কলেজে থাকতে প্রতিদিন মা ওকে ৪তলা করে উপরে উঠাতো আর নামাতো। মায়ের জোরেই সে এই পর্যন্ত এসেছে এবং এবার এইচএসসিতে ৪.৫০ পেয়েছে আর ভর্তি পরীক্ষাও নাকি ভালোই দিয়েছে।

Bootstrap Image Preview