Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মদ পানে বেহুঁশ চালক, নিজে গাড়ি চালিয়ে বাড়ি গেলেন উবার যাত্রী!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ AM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৬ AM

bdmorning Image Preview


বিমানবন্দর থেকে বাড়ি ফিরার জন্য উবারের কার ডেকেছিলেন যাত্রী কিন্তু গাড়িতে উঠতে গিয়ে দেখেন চালক মদ খেয়ে পুরোবেহুঁশ গাড়ি চালানোর মতো অবস্থায় নেই গভীর রাতে বাড়ি পৌঁছাতে উবার চালককে গাড়ির পিছনের সিটে শুইয়ে, নিজে ড্রাইভ করে বাড়ি ফেরেন ওই ব্যক্তি ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে

সূর্য ওরুগান্তি নামের ওই যাত্রী টুইটারে লিখেছেন- কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উবারের গাড়ি বুক করেছিলেন তিনি গাড়ি ডাকা হলে যে চালকের আসার কথা, সেই চালক না এসে অন্য এক ব্যক্তি গাড়ি নিয়ে আসেন ওই চালক এতটাই মদ্যপ ছিলেন যে যাত্রীটি জোর করেন গাড়ি চালিয়ে বাড়ি পর্যন্ত চলে যাওয়ার জন্য!

এদিকে চালকের আসনে বসার সঙ্গে সঙ্গেই ভিডিও রেকর্ডিং করেন সূর্য ওরুগান্তি পরে উবার ইন্ডিয়ার টুইটারে অভিযোগ করেন

এদিকে সূর্য ওরুগান্তির টুইটের জবাবে উবার বলেছে, 'বিষয়টি আমাদের সেফটি টিম গুরুত্বের সঙ্গে দেখছে

Bootstrap Image Preview