Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, আগষ্ট ২০২৫ | ১৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়াবাগুলো যাত্রাবাড়ী পৌঁছালে ৪০ হাজার টাকা পেতেন তিনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৭০ হাজার পিস ইয়াবাসহ আজিজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক আজিজুল কক্সবাজারের লেঙ্গুরবিল এলাকার আমিন আহম্মেদের ছেলে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের পাগলার তালতলা পুলিশ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

আজিজুল জানিয়েছে, তাকে আলম নামে এক ব্যক্তি ৪০ হাজার টাকার বিনিময়ে ইয়াবার এই চালান যাত্রাবাড়ী পৌঁছে দিতে বলেছে। পাগলা থেকে এক ব্যক্তি ইয়াবার চালানটি তার হাতে তুলে দিয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশের এএসআই এজাজুল হক জানান, দুপুরে যানবাহনে তল্লাশির সময় ঢাকাগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহ হয়। পরে অটোরিকশাটি আটক করে পুলিশ তল্লাশি চালালে আজিজুলের কাছে থাকা একটি ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

Bootstrap Image Preview