Bootstrap Image Preview
ঢাকা, ১০ রবিবার, আগষ্ট ২০২৫ | ২৬ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপে শুধু ভারতই পাবে এই বাড়তি সুবিধা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


আসন্ন এশিয়া কাপ খেলা হবে দুবাইয়ের দুটি মাঠে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম। খেলা শুরুর আগেই টিম ইন্ডিয়ার জন্য সুখবর। ভারতীয় দলের ম্যাচের ভেন্যু কেবল দুবাইতেই রাখা হয়েছে। বাকি দলগুলি এই সুবিধা পাচ্ছে না। নিঃসন্দেহে এতে খানিক সুবিধাই পাবেন ভারতীয় ক্রিকেটাররা।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভারতীয় দলের জন্য আলাদা হোটেলের বন্দোবস্ত করা হয়েছে। যেখানে বাকি দলগুলি থাকবে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে, সেখানে রোহিতরা উঠবেন গ্র্যান্ড হায়াতে। দুবাইয়ের এই হোটেলে থেকেই গোটা টুর্নামেন্টে খেলবে ভারত।

উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বরে জমকালো  টুর্নামেন্ট শুরু হবে।উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।

Bootstrap Image Preview