Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের ম্যাচগুলো কোথায় দেখবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৩ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:১৩ AM

bdmorning Image Preview


বাংলাদেশসহ এশিয়ার ৬টি দেশ অংশ নেবে এই আসরে।শনিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল ‘গাজী টিভি’ টুর্নামেন্টে সবগুলো ম্যাচে সরাসরি সম্প্রচার করবে। এছাড়া উপমহাদেশের সব দেশের দর্শকরা ‘স্টার স্পোর্টস’এ সরাসরি ম্যাচগুলো দেখতে পাবেন। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে।

দক্ষিণ এশিয়ার বাইরে দক্ষিণ আফ্রিকায় টুর্নামেন্টের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে সুপার স্পোর্টস। তাদেরর অনলাইন সাইটেও খেলাটি দেখানো হবে। এছাড়া মধ্য প্রাচ্য এবং উত্তর আফ্রিকার দর্শকেরাও খেলাগুলো সরাসরি দেখতে পাবেন ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডির মাধ্যমে।

যুক্তরাষ্ট্রের উইলো টিভি এবং যুক্তরাজ্যে স্কাই স্পোর্টস ও আর অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস এশিয়া কাপের ম্যাচগুলো সম্প্রচার করবে।

দেশ    চ্যানেল
বাংলাদেশ    গাজী টিভি
ভারত, নেপাল, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান    স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল (ডিডি ১), ডিডি স্পোর্টস
যুক্তরাজ্য    স্কাই স্পোর্টস ক্রিকেট
অস্ট্রেলিয়া    ফক্স স্পোর্টস
দক্ষিণ আফ্রিকা    সুপার স্পোর্টস
কানাডা    এটিএন ক্রিকেট প্লাস (এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক)
যুক্তরাষ্ট্র    উইলো টিভি
মালয়েশিয়া    অ্যাস্ট্রো ক্রিকেট এইচডি
মধ্যপ্রাচ্য    ওএসএন স্পোর্টস ক্রিকেট এইচডি
সিঙ্গাপুর    স্টার ক্রিকেট 

Bootstrap Image Preview