Bootstrap Image Preview
ঢাকা, ১২ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সন্ধ্যায় মাশরাফি-তামিমদের দুবাইয়ের ফ্লাইট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ AM
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৭:২৩ AM

bdmorning Image Preview


এশিয়া কাপকে সামনে রেখে আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরেটসের একটি বিমানে ৭টা ৩০ মিনিটে দুবাই যাবে মাশরাফির দল। 

বিসিবির ঘোষিত ১৬ সদস্যের মধ্যে আজ ১৫ সদস্যের ঢাকা ত্যাগ করবে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলে ফেরা মাহমুদুল্লাহ রিয়াদ ওয়েষ্ট ইন্ডিজ থেকে শনিবার দেশে ফিরেছেন। তিনি আজ মূল দলের সঙ্গে যোগ দিবেন। শুধুমাত্র সাকিব আল হাসান পরবর্তীতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

এদিকে আজ এশিয়া কাপের স্কোয়াডের সঙ্গে যাচ্ছেন না প্রধাণ নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও দলেরা ম্যানেজারের দায়িত্ব পাওয়া খালেদ মাহমুদ সুজন।একদম শেষ মুহূর্তে এশিয়া কাপের দলের সঙ্গে তাদের পাঠানোর সিদ্ধান্ত হও। কিন্তু অল্প সময়ে ভিসা না পাওয়ায় তারা কয়েকদিন পরেই দলের সঙ্গে যোগ দেবেন। 

এ নিয়ে প্রধান নির্বাচক নান্নু বলেন, আশা করছি দুই-এক দিনের মধ্যেই ভিসা সম্পর্কিত জটিলতা দূর হয়ে যাবে এবং টুর্নামেন্টের আগেই আমরা দলের সাথে যোগ দিতে পারবো।'

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠবে এশিয়া কাপের। দুবাইয়ে দুই দল মুখোমুখি হবে ১৫ সেপ্টেম্বর। বাংলাদেশের গ্রুপের আরেক দল আফগানিস্তান। এছাড়া আরেক গ্রুপে পাকিস্তান ও ভারতসহ রয়েছে বাছাইপর্ব পেরিয়ে আসা হংকং। ছয় দল থেকে সেরা চারদল যাবে দ্বিতীয় রাউন্ডে। ডাবল লিগ পদ্ধতিতে চার দল প্রত্যেকের সঙ্গে ম্যাচ খেলবে। সেরা দুই দল যাবে ফাইনালে।

এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:

মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি ও লিটন কুমার দাশ।

Bootstrap Image Preview