Bootstrap Image Preview
ঢাকা, ০১ শুক্রবার, নভেম্বার ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজ এলাকার কেউ এখনও কনক চাঁপাকে চোখেই দেখেননি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০১:০৬ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক তুলে দেয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাকে। কিন্তু এই কণ্ঠশিল্পীকে নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ভোটাররা চোখেই দেখেননি যেখানে ভোটের বাকি আছে মাত্র ১০দিন!

সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসায় অবস্থান করলেও নিজ নির্বাচনী এলাকায় যাননি। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের মাঝে চলছে নানা সমালোচনা। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা প্রচারণায় নামতে মুখিয়ে থাকলেও গত ১১ দিনে খোদ প্রার্থীর দেখা না পেয়ে তারা তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

কাজীপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাকী খাতুন এ নিয়ে বলেন,‘এক মাসের মতো হয়ে গেল কনকচাঁপা এলাকায় আসেননি, ভোটও চাননি। আমাকে কাজীপুরের লোকজন কনকচাঁপা কোথায় জানতে চাইলে কোনো জবাব দিতে পারি না।’

কাজীপুর উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মিজানুর রহমান বাবলু বলেন, ‘আমাদের মতো আমরা কাজ করে যাচ্ছি। তবে প্রার্থী যদি না বলে তাহলে কর্মীরা কিভাবে প্রচারণায় নামবে? কাজীপুরে তার কোনো ঠিকানা (বাড়ি) পর্যন্ত নেই, যেখানে গিয়ে নেতাকর্মীরা তার দেখা পাবে।’

এ বিষয়ে কনক চাঁপা বলেন,‘আমি ১০ ডিসেম্বর থেকে কাজীপুরের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ দিয়ে ঘুরছি। আওয়ামী লীগের হুমকি-ধামকির ভয়ে কাজীপুরে ঢুকতে পারছি না। হুমকির বিষয়গুলো আমি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকাকে মোবাইলে এবং লিখিতভাবে অবগত করলেও কোনো ব্যবস্থা নেননি। রিটার্নিং কর্মকর্তার ওপর আস্থা না পেয়ে আমি জীবননাশের ভয়ে পার্শ্ববর্তী জেলায় আশ্রয় গ্রহণ করে সংবাদ সম্মেলন করেছি।’

 

Bootstrap Image Preview