বাংলাদেশ চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক আমজাদ হোসেন ছিলেন একাধারে চিত্রনাট্যকার, কাহিনীকার, গীতিকার, অভিনেতাসহ আরও অনেক গুণের অধিকারী। গত শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতে মারা যান। কিন্তু এখন পর্যন্ত তার মরদেহ দেশে নিয়ে আসা হয়নি।
মূলত কিছু জটিলতার কারণে তার মরদেহ এখনও দেশে নিয়ে আসা সম্ভব হয়নি। তবে তার মরদেহ দেশে নিয়ে আসার জন্য সকল প্রক্রিয়া চলছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আগামী শুক্রবার তার মরদেহ দেশে নিয়ে আসা হবে।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক বলেন, ‘এরই মধ্যে ব্যাংকক থেকে আমজাদ হোসেনের মরদেহ আনার সব প্রক্রিয়া প্রায় শেষের দিকে। আগামীকাল বৃহস্পতিবার না হলেও শুক্রবারের মধ্যে আমজাদ হোসেনের মরদেহ দেশে নিয়ে আসা হবে।’
আমজাদ হোসেনের উল্লেখযোগ্য কিছু ছবি রয়েছে যা কিনা দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন। তার মধ্যে রয়েছে-‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ইত্যাদি। ১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।