ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমার শুটিং কাজ শেষ হয়েছে বুধবার (১৯ ডিসেম্বর)। ছবিটির পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও নবাগত রোদেলা জান্নাত।
ছবিটির কাজ এর আগে এফডিসি, আফতাব নগরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে কয়েক লটে শুটিং করা হয়েছে। কিন্তু আজ ঢাকার অদূরে পূবাইলে শুটিং এর মধ্য দিয়ে ছবিটির কাজ শেষ করা হয়েছে। শেষ দিনের এই শুটিং এ অংশ নিয়েছিলেন শাকিব খান, নুসরাত ফারিয়া, রোদেলা জান্নাতসহ আরও অনেকেই।
শামীম আহমেদ রনি বলেন, থাইল্যান্ডে আগেই একটি গানের কাজ শেষ করা হয়েছে। শুটিং আজ শেষ হলেও আর ৩ টি গানের চিত্রায়ন এখনও বাকি রয়েছে। আর ২৪ তারিখ থেকে ওই গানগুলোর কাজ শুরু করবো। দেশের বাইরে থেকে নামকরা একজন কোরিওগ্রাফার থাকবেন এবং সবগুলো গানের আয়োজন হবে ব্যয়বহুল।’
তিনি আরও বলেন, ‘শাহেনশাহ’ হবে একটি আধুনিক সিনেমা। মৌলিক গল্পের সিনেমা। বলিউডে অমিতাভ বচ্চনকে ‘শাহেনশাহ’ বলা হয়। এবার ‘শাহেনশাহ’ ছবি মুক্তির পরে শাকিব খানও আমাদের দেশের দর্শকের কাছে হয়ে উঠবেন ঢালিউডের শাহেনশাহ। তবে নাম ছাড়া দুই শাহেনশাহের মধ্যে কোনো মিল থাকবে না। কাজটি সঠিকভাবে শেষ করার চেষ্টা করেছি। আর বাকিটা ছবিটি মুক্তির পর হলে গিয়ে দেখলে সবাই বুঝতে পারবেন।’
নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত বলেন, ‘এন্ড ক্লাইম্যাক্সের শুটিং হচ্ছে। ছবির টুইস্ট যেখানে, ঠিক সেই দৃশ্যের এখন কাজ চলছে। ‘শাহেনশাহ’কে স্যাকরিফাইস করবে প্রিয়া নাকি লায়লা সেটা নির্ধারণ হবে এই দৃশ্যে। কে তাকে পেল এখান থেকে জানা যাবে। কিন্তু এখন বলতে চাইনা কে ‘শাহেনশাহ’কে পাবে। জানতে হলে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখতে হবে।’
‘শাহেনশাহ’ ছবির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৫ সেপ্টেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে। এরপর সবকিছু গুছিয়ে ২৩ অক্টোবর থেকে এফডিসিতে ছবিটির কাজ শুরু করা হয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমিসহ আরও অনেকেই।
ছবিটির প্রযোজনা করছে শাপলা মিডিয়া এবং ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে আছেন লাইভ টেকনোলজিস। আগামী বছর ভালো কোনো উপলক্ষে হাই ভোল্টেজ ধামাকা ‘শাহেনশাহ’ দর্শকদের কাছে পৌঁছে দেবেন নির্মাতা রনি। তিনি গত দুই বছরে মেন্টাল, বসগিরি, ধ্যাততেরিকি এই তিন ছবি নির্মাণ করে বেশ আলোচনায় এসেছিলেন।