দিনাজপুরের ফুলবাড়ীতে এক জয়ীতাকে সংবর্ধনা প্রদান ও স্বাবলম্বী করার লক্ষ্যে ৭ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সৌজন্যে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টায় এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
 phulbari dinajpur 15.01.19.jpg)
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী উপজেলার রাঙ্গামাটি গ্রামের দ্বেবশ্রী রায়কে সন্মাননা স্বারক ও ক্রেস্ট প্রদান এবং একই সাথে উপজেলা বিভিন্ন এলাকার ৭জন নারীর হাতে সেলাই মেশিন তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও আনন্দ টিভি দিনাজপুর প্রতিনিধি হারুন উর-রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান উজ্জল প্রমুখ।