Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তুমি কি অামার কাজল হবে? (কবিতা)

ফয়সাল হাবিব
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৫০ PM
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


ফয়সাল হাবিব সানি।।

তুমি কি অামার কাজল হবে? চোখের কোণে সঙ্গোপনে মন পবনের মায়া হবে

তুমি কি অামার বৃক্ষ হবে? ঝড় বাদলে রোদ অাদলে বুক ঠেকানোর ছায়া হবে

তুমি কি অামার অাকাশ হবে? অসীম মেঘে মুক্ত বেগে ছটফটানি পাখি হবে

তুমি কি অামার ব্যথা হবে? পষ্ট জলে ভ্রষ্ট তলে থরোথরো অাঁখি হবে

তুমি কি অামার হৃদয় হবে? বেদনা খুয়ে বিরহ নুয়ে চাতকরূপী কষ্ট হবে

তুমি কি অামার নদী হবে? স্রোতের মতো ভীষণ ক্ষত বুকে নিয়ে নষ্ট হবে

তুমি কি অামার রোদ্দুর হবে? দগ্ধ তাপে মনের মাপে একফালি চাঁদ বৃষ্টি হবে

তুমি কি অামার দূরত্ব হবে? দূরে থেকে অামায় এঁকে চোখ ফুরানো দৃষ্টি হবে

তুমি কি অামার কাছের কেউ কি হবে? ছুঁয়ে দিলে শুভ্র নীলে ঝাপটা কোনো হাওয়া হবে

তুমি কি অামার প্রেম হবে? নারীরূপে অন্ধকূপে তোমায় শুধু চাওয়া হবে

এর বেশি কি পাওয়া হবে?

অলক্ষ্য দুঃস্বপ্ন তোমায় অামার পাওয়া হবে!

Bootstrap Image Preview