Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমিসংক্রান্ত বিরোধে কিশোরকে পিটিয়ে হত্যার চেষ্টা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৯, ০৬:৫৯ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনার কলমাকান্দায় মো. মানিক মিয়া (১১) নামে এক স্কুল শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ নভেম্বর) রাতে বাবা মো. শরাফত আলী বাদী হয়ে ছয়জনের নাম উলেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মানিক বটতলা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও কচুগড়া গ্রামের শরাফত আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রংছাতি ইউনিয়নের কচুগড়া গ্রামের মো. শরাফত ও একই ইউনিয়নের বটতলা গ্রামের মো. আজমল এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৭টায় শরাফত আলীর ছেলে মানিক মিয়া প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে রওনা হলে বটতলা রতনের দোকানের সামনে রাস্তায় পৌঁছা মাত্রই এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তার পথ রোধ করে পিটিয়ে জখম করে। এরপর আহত অবস্থায় তাকে টেনে সীমান্তে কচুগড়া পাহাড়িয়া জঙ্গলে নিয়ে হত্যার চেষ্টা চালায়।

পিটিয়ে জখম করার খবর পাওয়ামাত্রই  মানিকের পিতা শরাফত আলীসহ এলাকার লোকজন ছুটে গেলে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে ওই দিনই স্থানীয় লোকজনের সহায়তায় মানিককে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল করিম জানান, মো. শরাফত আলী বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Bootstrap Image Preview