জাতি হিসেবে আমরা হতে পারি যথেষ্ট শৌখিন বা সৃজনশীল। কিন্তু পরিশ্রম বা আশপাশটা গুছিয়ে পরিচ্ছন্ন করে রাখার ক্ষেত্রে আমরা বেশ অলস বলে মনে হয়। তেমনি জাপান থেকে বাংলাদেশে ঘুরতে এসে অপরিচ্ছন্ন সড়ক দেখে নিজেই পরিষ্কার করতে লেগে যান জাপানি এই নারী পর্যটক। আর সেই দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছেন পথচারীরা।
জাপানিরা কাজ করতে ভালোবাসে প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে। কারণ জাতিগতভাবে পরিশ্রমী তারা। আমাদের দেশে এই বয়সে হয়তো পুরুষ মহিলারা গল্প, সাংসারিক অলস চিন্তা করেই দিন কাটায়।
অনেক ছোটবেলা থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতার ট্রেনিং দেয়া হয় জাপানিদের। তাই এরা এমন শুধু পরিষ্কার করা নয়, জাপানিরা পৃথিবীর সবদেশের থেকে শ্রেষ্ঠ ভদ্র উপাধির অধিকারী।