গণফোরামের কাউন্সিলে মোকাব্বির খানের উপস্থিতি অনৈতিক মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেছেন, মোকাব্বির খানের উপস্থিতির কারণে সাধারণ মানুষ মনে করবে গণফোরাম দ্বৈতনীতিতে চলছে।
তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরাম থেকে দু’জন নির্বাচিত হওয়ার পরে তারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ গ্রহণ করার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুলতান মো. মনসুরকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে এবং মোকাব্বির খানকে শোকজ করা হয়েছে।
এমন অবস্থায় দলের কাউন্সিলে মোকাব্বির খানের উপস্থিতি কোনোমতে কাম্য নয়। দলের নেতাকর্মীরা সেটা গ্রহণ করেনি। সেইসঙ্গে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার মতো যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা আছে বলে আমি মনে করি না। এই অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য ঘটনা থেকে দেশের সাধারণ মানুষ মনে করবে গণফোরামের কাজ এবং মুখের কথার কোনো মিল নেই। গণফোরাম দ্বৈতনীতিতে চলছে।
ড. কামাল হোসেনের সম্মতি ছাড়া কি মোকাব্বির খান কাউন্সিলে আসতে পারে বা তার পাশে বসতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমার অনেক বয়স হয়েছে, দীর্ঘদিন রাজনীতি করছি। তবে এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। এটা কামাল হোসেন আর মোকাব্বির খানের বিষয়। তাদের মধ্যে কি হচ্ছে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। কামাল হোসেন ভালো বলতে পারবেন। আমি বলবো যা হয়েছে সেটা সব মিলিয়ে আমাদের জন্য ভালো হয়নি। দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের ভাষা বুঝেই আমাদের পদক্ষেপ গ্রহণ করা উচিত।