জাতীয় নির্বাচনকে বানচাল করতে আইএসআই, জামায়াত, শিবির, জঙ্গি ও বিএনপি সংগঠিতভাবে আগামী ২ দিনের মধ্যে কিছু একটা ঘটাবে বলে মন্তব্য নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান।
মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাড়ার রাইফেলস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের উদ্দেশ্যে আন্তর্জাতিক সন্ত্রাসী তারেক জিয়ার নেতৃত্বে পাকিস্তানি আইএসআই নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাচন বন্ধ করার পাঁয়তারা করছে। নারায়ণগঞ্জ-৪ তার একটি অংশ। আমাদের পাওয়া তথ্য মতে, পাকিস্তান অ্যাম্বাসি কিংবা পাকিস্তানের আইএসআইয়ের লোকজন নারায়ণগঞ্জে গোপন বৈঠক করছে। তারা কোমল মতি মাদরাসার ছাত্রদের ব্যবহার করে বড় একটি শক্তি তৈরি করে নির্বাচন বন্ধ করার চেষ্টা করছে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী মনির হোসাইন কাশেমী সম্পর্কে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে আমার বিরুদ্ধে ধানের শীষের যে প্রার্থী আছেন কাসেমী সাহেব তিনি বিনা করণে অভিযোগ তুলেছেন। গতকালও আমার ক্যাম্প পোড়ানো হয়েছে। এটা একটা পার্ট অফ এ কন্সপাইরেসি (ষড়যন্ত্র)। দামি দামি গাড়ির ভেতরে অনেকে মিটিং করছে। বিদেশিরা মিটিং করছে।
তিনি আরও বলেন, এ দেশের মানচিত্রে আবারো স্বাধীনতাবিরোধীরা আঘাত হানতে পারে। সে কারণে আমি লিখিতভাবে রিটার্নিং অফিসারের কাছে চিঠি পাঠাচ্ছি যাতে কাসেমীকে যেন পরিপূর্ণ নিরাপত্তা দেয়া হয়। প্রয়োজনে প্রশাসন ও নির্বাচন কমিশনের লোকজন তার সঙ্গে থাকুক। যত নিরাপত্তা প্রয়োজন তাকে দেয়া হোক। আমাদের তরফ থেকে কোনো বাধা থাকবে না। কিন্তু তারপরও একটা ক্ষেত্র তৈরি করা হবে। তাই আমি আপনাদের সাক্ষী রাখলাম।