চট্টগ্রামে ড্রাম ও কার্টন ভর্তি গাঁজাসহ নাজমা আক্তার (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে নগরের কোতোয়ালী থানাধীন সিআরবি এলাকার বস্তির একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। নামজমা ওই এলাকার নন্না মিয়ার স্ত্রী বলে জানাগেছে।
এর আগে গত বৃহস্পতিবার দুই কেজি গাঁজা ও ৭২টি ইয়াবা দুইজনকে গ্রেফতার করেছিল কোতোয়ালী থানা পুলিশ। তাদের দেয়া তথ্য মতে শনিবার বিকেলে সিআরবি এলাকায় ননাইয়্যার বাসায় অভিযান চালানো হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন বলেন, সাত কার্টন ও এক ড্রাম গাঁজাসহ ননাইয়্যার স্ত্রী নাজমাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, জব্দকৃত গাঁজার ওজন মেপে দেখা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমা জানিয়েছে, সে সেবনকারীদের কাছে মাদক বিক্রি করে আসছিল।