Bootstrap Image Preview
ঢাকা, ০৬ শুক্রবার, ডিসেম্বার ২০২৪ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যৌনতার বিনিময়ে বাসা ভাড়া ফ্রি !

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৮ PM
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৮, ০২:৩১ PM

bdmorning Image Preview


আমাদের দেশে বাসা ভাড়া নিতে গিয়ে ব্যাচেলরদের কত-না ঝক্কি পোহাতে হয়। বাড়ির মালিকের এক গাদা শর্ত মানা তো আছেই, গুনতে হয় অতিরিক্ত অর্থও। কিন্তু এই বাড়ি ভাড়া নিয়ে অদ্ভুত বিজ্ঞাপন দেখা গেছে যুক্তরাজ্যে। সেখানে বলা হয়েছে, ব্যাচেলর মেয়েদের বাসা ভাড়া দেওয়া হবে, এ ক্ষেত্রে অর্থ মুখ্য নয়। যৌনতা বিনিময় করলেই বাসা ফ্রি।

১২ সেপ্টেম্বর, বুধবার সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, যুক্তরাজ্যের কোনো কোনো বাড়ির মালিক যৌনতার বিনিময়ে বাসা ভাড়া দিতে চাইছেন। সেই সঙ্গে তাদের বিনামূল্যের ইউটিলিটি আর ওয়াইফাই ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও বলছেন।

অনলাইনে দেওয়া এ রকম বেশ কয়েকটি বিজ্ঞাপন দেখে ছদ্মবেশে বিজ্ঞাপনদাতা কয়েকজনের সাক্ষাৎকারও নিয়েছে বিবিসি। কীভাবে বাড়ি ভাড়া নিতে গিয়ে নারীরা হয়রানি ও অপব্যবহারের শিকার হচ্ছে, সেটি প্রকাশ করতে ওই প্রতিবেদনটি করা হয়েছে।

যুক্তরাজ্যের বিচার বিভাগ বলছে, এ ধরনের কার্যকলাপ পুরোপুরি অবৈধ। এ রকম বিজ্ঞাপন দেওয়াটাও আইনবিরোধী, যার জন্য সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। কিন্তু তারপরও দেশটিতে এ রকম ঘটনা ঘটছে।

প্রতিবেদনে উঠে আসে, দেশটির কিছু বাড়ির মালিক বিজ্ঞাপনে বাড়ি ভাড়া মওকুফের পাশাপাশি বিল দেওয়া, এমনকি অন্যান্য খরচ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। শর্ত একটাই, সপ্তাহে অন্তত একদিন তাদের সঙ্গে বিছানায় যেতে হবে।

মাইক নামের একজন বাড়ির মালিক ছদ্মবেশী এক নারী সাংবাদিককে জানান, তিনি দুই বেডরুমের একটি চমৎকার বাড়ি পেতে পারেন, যেখানে সবকিছুই থাকবে। যতদিন তিনি ‘বন্ধুত্বে সুবিধার সম্পর্ক’ বজায় রাখবেন। এই সুবিধা বলতে বাড়ির মালিক বোঝান, সপ্তাহে অন্তত একদিন তার সঙ্গে বিছানায় যেতে হবে।

বাড়ি ভাড়া নিতে আসা নারী একটি প্রতিবেদনের জন্য সাক্ষাৎকার নিতে এসেছেন জানার পর মাইক দাবি করেন, তিনি একজন বাড়ির মালিক হিসাবে ভান করেছিলেন। কারণ তিনি যুক্তরাজ্যে নারীদের ওপর হয়রানি নিয়ে গবেষণা করছেন।

৬০ বছর বয়সী টম নামের আরেকজন মালিক ছদ্মবেশী নারী সাংবাদিককে বলেন, তিনি যদি তার ফ্ল্যাটে ওঠেন, তাহলে ভাড়া তো দিতে হবেই না, সেই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও ওয়াইফাই সুবিধা পাবেন। যখন তাকে জানানো হয়, ক্যামেরায় এসব রেকর্ড করা হয়েছে, তখন তিনি কোনো জবাব দিতে রাজি হননি।

অনলাইনে এ রকম আরও অনেক বিজ্ঞাপন দেখা গেছে। এগুলোর মধ্যে একটি বিজ্ঞাপনে একজন লিখেছেন, ‘ওহে, আমি ৩৫ বছরের একজন পুরুষ। আমার নিজের বাড়ি আছে, যেখানে বাড়তি একটি কক্ষ আছে।’

‘আমি একজন নারী ভাড়াটিয়া চাই। তার সেবার ওপর ভাড়া নাও লাগতে পারে। একটি ছবি ও আপনার সম্পর্কে কিছু তথ্যসহ যোগাযোগ করুন।’

Bootstrap Image Preview