Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যার যতগুলো সন্তান, সে ততোদিন নিরামিষ খেয়ে ভিক্ষা করবে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০০ PM
আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৭ PM

bdmorning Image Preview


ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের শাহজাদপুরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটি স্বপ্ন দেখাকে কেন্দ্র করে পৌর এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরা এখন ভিক্ষা-বৃত্তি করে গোপাল পূজা করছে। এ নিয়ে এলাকায় বইছে নানান জল্পনা-কল্পনা।

জানা গেছে, কে বা কারা ইতিপূর্বে স্বপ্নে দেখেছেন যার যতগুলো সন্তান আছে সে ততোদিন নিরামিষ খেয়ে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে একটি মন্দিরে রেখে পূজা দেবে।

এ সপ্নের কথা ছড়িয়ে যাওয়ার পর দলে দলে নারীরা বাড়ির কাজকর্ম ফেলে রেখে সন্তানের মঙ্গল কামনায় বিভিন্ন জায়গায় ভিক্ষা করতে দেখা গেছে।

লিলি ঘোষ, সুচিত্রা ঘোষ, ছায়া রানী বসাক নামের তিন নারী জানান, যদি কারও ৩টি সন্তান থাকে এ রকম যার যার সন্তান রয়েছে একত্রে একটি গ্রুপ করে একটি ব্যাগ নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হবে। এক্ষেত্রে ধনী-গরীব বলে কিছু নেই। সবারই এক সঙ্গে একা ভিক্ষা করতে হবে। নইলে সন্তানের অমঙ্গল হবে। চাউল, ডাউল, নগদ অর্থ যে যাই দিক সেগুলো একত্রে রেখে শনিবার অথবা মঙ্গলবার এ পূজা করার নিয়ম রয়েছে।

তারা আরও বলেন, পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক ভক্তকে উপবাস থাকতে হবে। এরপর পুরোহিত দ্বারা গোপাল পূজা সম্পন্ন করতে পারলেই ভক্তদের মনের বাসনা পূর্ণ হবে। পূজা শেষে একত্রে সকলে মিলে প্রসাদ সেবন করতে হবে।

তারা আরও জানান, মঙ্গলবার শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর নবরূপ দূর্গা মন্দিরে প্রায় দুইশতাধিক ভক্তবৃন্দ গোপাল ঠাকুরের পূজা দিয়েছেন।

এদিকে পুরোহিত বাদল চক্রবর্তী জানান, গোপাল ঠাকুর সবার মাথার উপর রয়েছে। গুজবের কারণেই নারীরা ভিক্ষা করতে বের হয়েছে।

শাহজাদপুরের বিশিষ্ট ধর্মীয় নেতা অমল কৃষ্ণ বসাক জানান, সনাতন ধর্ম হলো একটি আদী ধর্ম। এই ধরণের পূজা একটি কুসংষ্কার ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, স্বপ্নে মানুষ রাজা হয়, সাপে কামড় দেয়, নৌকা ডুবে যায় নানান কিছু স্বপ্নে দেখে কিন্তু হিন্দু ধর্মালম্বীরা না বুঝে এই কাজ করছে। এটা সনাতন ধর্মের কোন আচার-অনুষ্ঠানে পরে না।

শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় কুমার পাল জানান, বিষয়টি আমি শুনেছি তবে এটা গুজব ছাড়া কিছু না।

তিনি বলেন, ঈশ্বর সবার মাঝেই বিরাজ করছেন। এভাবে ভিক্ষা করে পূজা করা তিনি সমর্থন করেন না।

Bootstrap Image Preview